ট্রেনে যাত্রীদের অতিরিক্ত ভিড় এবং যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের ইস্ট কোস্ট রেলওয়ে আসন্ন ছট পুজোর জন্য পুরী এবং পাটনার মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

পুরী থেকে এই বিশেষ ট্রেনটি ০৮৪৪৯ পুরী-পাটনা স্পেশাল ট্রেন হিসাবে চলবে এবং সোমবার ও বুধবার রাত ১১.৩০ টায় পুরী থেকে ছাড়বে।

ফিরতি পথে পাটনা থেকে এই ট্রেনটি ০৮৪৫০ পাটনা-পুরি স্পেশাল হিসাবে ছাড়বে। এটি মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় পাটনা থেকে ছাড়বে। ছট উৎসব চলবে ১৯-২০ নভেম্বর।