New Update
/anm-bengali/media/media_files/UMYPbi6zFf2faLWgaZaR.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের শান্তিকেতনের উপাচার্যের বিষয়ে নিশানা করলেন অনুপম হাজরা। অনুপম হাজরা জানিয়েছেন, উপাচার্যর মেয়াদ শেষ হলে শান্তিনিকেতন গোবরজল দিয়ে শুদ্ধিকরণ করবেন তিনি। তিনি বলেছেন, "বিদ্যুৎ বিদায় হবার পর বিশ্বভারতী এবং শান্তিনিকেতনে গোবর জল ছেটানো হবে"। এই বিষয়ে নিজেই ভিডিও শেয়ার করেছেন অনুপম হাজরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us