ব্যাপক হিংসা, ভয়ে কাঁপছেন রাজ্যবাসী

হরিয়ানায় (Haryana) দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাকে ঘিরে বাড়ছে উদ্বেগ। হরিয়ানার ডিজিপি পি কে আগরওয়াল জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ৪১টি এফআইআর দায়ের করা হয়েছে এবং ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।'

author-image
SWETA MITRA
New Update
w.jpg

নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানার (Haryana)নুহজেলায়দুইগোষ্ঠীরমধ্যেসংঘর্ষেরঘটনায় গোটা রাজ্য তপ্ত। এদিকে এই ঘটনার পরেই রাজ্যজুড়ে কারফিউ জারি করেছে প্রশাসন। যদিওকারফিউজারিরপরস্থানীয়রাবিপর্যস্তহয়েপড়েছেন।

স্থানীয়একবাসিন্দাসংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "রেশনসামগ্রীকেনারক্ষেত্রেআমরাসমস্যারসম্মুখীনহচ্ছি।চারিদিকেআতঙ্কেরপরিবেশবিরাজকরছে।আমরাবাচ্চাদেরবাইরেপাঠাচ্ছিনা... আমরারাতেওখুবভয়পাই, জানিনাকীহবে।এক সবজি বিক্রেতা বলেন, "আমিসবজিবিক্রিকরি, কিন্তুগত-দিনধরেকোনও বিক্রিহচ্ছে না। যদিগ্রাহকরাইনাআসে, তাহলেআমরাকীভাবেজীবিকানির্বাহকরব? এদিকে কেউনাআসায়সবজিনষ্টহয়েযাচ্ছে।আমরাখুবইসমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি।“