কাশ্মীরে মেঘভাঙা! মৃত ৬০, শতাধিক নিখোঁজ—ভয়াবহ ধ্বংসযজ্ঞে বিপর্যস্ত যাত্রাপথ

কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
loudbrust in Kashmir


নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে ভয়াবহ মেঘভাঙার ঘটনায় মৃতের সংখ্যা শুক্রবার বেড়ে ৬০-এ পৌঁছেছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন, টানা দ্বিতীয় দিনেও জোরকদমে চলছে উদ্ধার অভিযান।

এই দুর্যোগে শতাধিক মানুষ এখনও নিখোঁজ। মাচাইল মাতা যাত্রার পথে, হিমালয়ের মাতাচন্ডী মন্দিরে যাওয়ার রাস্তায় হঠাৎ আসা প্রবল বন্যায় অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

LANDSLIDE

এখন পর্যন্ত ১৬৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৩৮ জনের অবস্থা গুরুতর। প্রবল বন্যায় ভেসে গেছে যাত্রীদের জন্য তৈরি অস্থায়ী বাজার, যাত্রার জন্য বসানো লঙ্গর (ফ্রি খাবারের রান্নাঘর) এবং একটি নিরাপত্তা চৌকি। অনেক মানুষ এখনও আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, এবং উদ্ধারকর্মীরা তাঁদের বাঁচাতে দিনরাত কাজ করছেন।