Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : একটি বড় ধরনের মাদক পাচার চক্রের পর্দাফাঁস করলো পাঞ্জাব পুলিশ। এই ঘটনায় প্রায় ১২ কেজি হেরোইন এবং একটি অত্যাধুনিক পিস্তলসহ ৪ জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার বিষয়ে অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার জানিয়েছেন,''আরও একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করা হয়েছে এবং চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১২ কেজি হেরোইন এবং একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়েছে। এর আগেও আমরা ৮ কেজি হেরোইন উদ্ধার করেছিলাম।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/G7gbgjX9bb2D1U3fy9fa.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us