হিমাচলের বর্ষাকে ভয় নয়, উপভোগ করুন

ভারী বর্ষণের কারণে হিমাচলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। কিন্তু বৃষ্টির জেরে দৈনন্দিন জীবনে কোনও বাধা আসেনি বলে জানান হিমাচল প্রদেশের পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান রঘুবীর সিং বালি। 

author-image
Ritika Das
New Update
himachal (3).jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদাতা: ভারী বর্ষণের কারণে রাস্তা বন্ধ, হড়পা বান, ভূমিধস এবং ব্যাহত জনজীবন, গত বেশ কিছু দিন ধরে হিমাচল প্রদেশ থেকে এই ধরণের খবর পাওয়া যাচ্ছিল। বুধবার অন্য কথা বললেন হিমাচল প্রদেশের পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান রঘুবীর সিং বালি। 

রঘুবীর সিং জানান, হিমাচল প্রদেশে কোনও আতঙ্কের পরিস্থিতি নেই। রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, অফিস স্বাভাবিক ভাবেই চলছে। রাজ্যে এমন কোনও বিপর্যয় ঘটেনি, যাতে দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে যায়। তিনি দাবি করেছেন যে, কোনও বড় রাস্তা বা জাতীয় সড়ক বন্ধ হয়নি। শুধুমাত্র কিছু গ্রামীণ রাস্তা বন্ধ রয়েছে। নির্মাণের কারণে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়লেও, কয়েক ঘন্টার মধ্যে তা পুনরুদ্ধার করা হয় বলেও জানান তিনি। 

"আমি চাই মানুষ এসে হিমাচল প্রদেশের বৃষ্টিতে ভেজা প্রকৃতি উপভোগ করুক। যারা বাইরের রাজ্য থেকে আসছেন, আমি তাঁদেরকে কর্তৃপক্ষের কাছে নিজেদের পরিচয় সংক্রান্ত নথি জমা রাখার অনুরোধ করছি। যাতে আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারি", বলেন রঘুবীর সিং বালি।