তামিলনাড়ুর বিজেপি সভাপতিকে আইনি নোটিশ ডিএমকে সাংসদের

ডিএমকে সাংসদ টিআর বালু (DMK MP TR Baalu) তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইকে (K Annamalai) আইনি নোটিশ পাঠিয়ে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

author-image
Aniruddha Chakraborty
New Update
mbx

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইকে আইনি নোটিশ পাঠাল ডিএমকে সাংসদ টিআর বালু। জানা গিয়েছে, ডিএমকে সাংসদ টিআর বালু তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইকে আইনি নোটিশ পাঠিয়ে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। সূত্রে খবর, ডিএমকে সাংসদ টিআর বালুর বিরুদ্ধে মানহানিকর ভিডিও পোস্ট করার অভিযোগে এই ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।