New Update
/anm-bengali/media/media_files/74mCWlx0I0qznZo9U0zm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের (Karnataka) বিধানসভা নির্বাচনে (Election) বিপুল জয় লাভের পর শনিবার কর্ণাটকের (Karnataka) উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি কে শিবকুমার (DK Shivakumar)। বেঙ্গালুরুর (Bengaluru) কান্তিরাভা স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানে শিবকুমারকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। শপথ গ্রহণের আগে সিদ্দারামাইয়া দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ কংগ্রেসের শীর্ষ নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্ণাটকের নবনির্বাচিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ড. জি পরমেশ্বর, কেএইচ মুনিয়াপ্পা, কে জে জর্জ ও এমবি পাতিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us