হাসপাতালে ডিকে শিবকুমার: Big Breaking

হাসপাতালে গেলেন ডিকে শিবকুমার।

author-image
Aniket
New Update
dk shivkumar.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটক রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বেঙ্গালুরুর ভিদানা সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ভিড়ের চাপে ঘটে যাওয়া মর্মান্তিক পদদলনের ঘটনায় আহতদের দেখতে বুধবার ভাইদেহি মাল্টিস্পেশালিটি হাসপাতালে যান। এই দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং ৩৩ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

শিবকুমার হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, “এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আহতদের দ্রুত সুস্থতার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই রাজ্য সরকার উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।