DK Shivakumar : সংসদ ভবনের সিঁড়িতে মাথা ঠেকালেন শিবকুমার

কর্ণাটকে (Karnataka) কংগ্রেস (Congress) জয় পাওয়ার পর ডিকে শিবকুমারকে (DK Shivakumar) নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচুর উৎসাহ।

author-image
Pritam Santra
New Update
karnataka

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে (Karnataka) কংগ্রেস (Congress) জয় পাওয়ার পর ডিকে শিবকুমারকে (DK Shivakumar) নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচুর উৎসাহ। রাজ্যে শিবকুমারের ব্যাপক জনসমর্থন রয়েছে। এদিন শপথ নেওয়ার পর প্রথামাফিক গিয়েছেন সংসদ ভবনে। ভবনে প্রবেশ করার আগে সিঁড়িতে মাঠা ঠেকিয়ে প্রণাম করেছেন তিনি।