/anm-bengali/media/media_files/ZehnaPhvcDZCq0BBSLAR.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশী টানেল উদ্ধার অভিযানে ক্রমশ আসছে অগ্রগতি। আজ সকালেই অগার ড্রিলিং মেশিনের ভগ্নাংশ বের করে নেওয়া হয়েছে পাইপ লাইনের মুখ থেকে। আর এবার ম্যানুয়ালি শুরু হচ্ছে ড্রিলিং।
এদিন আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ, আর্নল্ড ডিক্স বলেন, “আমরা অগ্রগতি করছি। আমরা যে অগ্রগতি করছি তাতে আমি দলের জন্য খুব গর্বিত বোধ করছি। ম্যানুয়াল ড্রিলিং এখনও শুরু হয়নি। তবে আজই শুরু হবে সেটি। যাতে নিরাপদে সম্পূর্ণ বিষয় এগোয়, সেই দিকটাও নজর রাখা হচ্ছে”।
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | International Tunneling Expert, Arnold Dix says, "We're making progress. I'm feeling very proud of the team with the progress we are making...It has not yet started (manual drilling). It will be started as soon as it's safe." pic.twitter.com/ZofzGEUG0R
— ANI (@ANI) November 27, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us