কালীপুজোয় ৪ রশির রাজযোগ! কপাল খুলে যাবে ৫ রাশির

কারা কারা সেই তালিকায়?

author-image
Anusmita Bhattacharya
New Update
astrology

 নিজস্ব সংবাদদাতা: জ‍্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ এবারের দীপাবলি। একসঙ্গে চারটি রাজযোগ দেখা দিয়েছে। এর প্রভাব সরাসরি পড়বে ১২ টি রাশির জাতক জাতিকার উপর।

৩১ অক্টোবর দীপাবলি উত্‍সবে সেজে উঠেছে গোটা দেশ। দীপাবলিতে নবপঞ্চম রাজযোগ তৈরি হয়েছে। আর বৃহস্পতি এবং শুক্রের একত্রে যোগদানের ফলে সমাসপ্তক রাজযোগ তৈরি হয়েছে। শনি কুম্ভ রাশিতে থাকায় শশ রাজযোগ এবং লক্ষ্মী যোগ তৈরি হয়েছে। এই চার রাজযোগের প্রভাবে বিশেষভাবে উপকৃত হবে ৫ রাশি। তাদের শুভ সময় শুরু।

বৃষ রাশি: দীপাবলিতে তৈরি হওয়া শশ রাজযোগ বৃষ রাশির জাতক জাতিকাদের জন‍্য শুভ সময় আসছে। পুরনো বিবাদ ও সমস্যা মিটে যাবে। সফলতার পথ খুলবে। বিনিয়োগ থেকে লাভ পাবেন। ব্যবসায় উন্নতি হবে। পরিবারের সঙ্গে ভালোই কাটবে দীপাবলি।

মিথুন রাশি: কাজে ভালো সুযোগ আসাতে পারেন। কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি ও গাড়ি কিনতে পারেন। বিদেশ সফর হওয়ার সুযোগ।

কন‍্যা রাশি: সমাসপ্তক রাজযোগ কন‍্যা রাশির জাতক জাতিকাদের জন‍্য উপকারী। বিপুল আর্থিক লাভ করবেন। টাকা এমন পাবেন যা আপনি আশাও করেননি। বিনিয়োগ থেকে লাভ হতে পারে।

তুলা রাশি: দীপাবলি তুলা রাশির জাতক জাতিকাদের জন‍্যও শুভ এবং উপকারী। আয় বেড়ে যাবে। এত টাকা পাবেন যা আশাও করেননি। বিনিয়োগ থেকে লাভ হবে।