/anm-bengali/media/media_files/2024/10/23/JTsQzOzHXazFopWYKYMD.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ‘দিত্ওয়া’ এখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের কাছেই অবস্থান করছে বলে জানালেন জগন্নাথ। ভাইজ্যাক সাইক্লোন সেন্টার সূত্রে জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড়টি খুব ধীরে উত্তর দিকে এগোচ্ছে এবং বর্তমানে কুদ্দালোর, কারাইক্কাল, পুদুচেরি ও চেন্নাইয়ের দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। উপকূল থেকে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ন্যূনতম দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। আগামী ২৪ ঘণ্টা তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের সমান্তরালে উত্তর দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যার মধ্যে এটি উপকূল থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্বে পৌঁছতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। প্রথম দিনে বেশিরভাগ জায়গায় এবং দ্বিতীয় দিনে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেল্লোর ও প্রকাশম জেলায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে এক-দু’টি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তিরুপতি, অন্নামাইয়া, ওয়াইএসআর কাদাপা ও বাপাতলা জেলাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি কোনসীমা, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, গুন্টুর, পালনাডু, নন্দিয়ালা, শ্রী সত্য সাই ও চিত্তুর জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে আজ ও আগামীকাল। উত্তর উপকূলের জেলাগুলিতেও আজ কিছু জায়গায় এবং আগামীকাল বহু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে তৃতীয় দিন থেকে বৃষ্টির দাপট কমবে বলে জানানো হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/26/cyclone-2025-10-26-21-22-31.png)
#WATCH | Andhra Pradesh | On Cyclonic Storm Ditwah, Vizag Cyclone Warning Centre Officer Jagannath Kumar says, "Yesterday's cyclonic storm over Southwest Bay of Bengal and adjoining north Sri Lanka now lies over Southwest Bay of Bengal and adjoining north Tamil Nadu-Puducherry… pic.twitter.com/0liVMhPoia
— ANI (@ANI) November 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us