SIR ও কর্পোরেট ডিলের ফলাফল এই রেজাল্ট ! বিহার নির্বাচনের ফল নিয়ে হতাশ দীপঙ্কর ভট্টাচার্য

কি বললেন দীপঙ্কর ভট্টাচার্য ?

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ (NDA) জোটের বিপুল জয়ের পর সিপিআই(এম-এল) [CPI(M-L)] নেতা দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya) এই ফল নিয়ে তীব্র হতাশা এবং সংশয় প্রকাশ করেছেন। তিনি এই ফলাফলকে কেবল তাদের প্রত্যাশার বিপরীত নয়, বরং 'বোঝারও বাইরে' বলে অভিহিত করেছেন। তিনি বলেন,''এই ফলাফল কেবল আমাদের প্রত্যাশার বিপরীত নয়, এটি আমাদের বোঝারও বাইরে (beyond our understanding)। এই অভূতপূর্ব নির্বাচনী ফলাফলের একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা প্রয়োজন।"

SIR

এরপর তিনি বলেন,''মূলত এসআইআর (SIR) ও কর্পোরেট ডিলের ফলাফল হল এই রেজাল্ট।''