এবার ধর্নার মোর ঘুরবে! আচমকাই বৈঠকে ডাক অমিত শাহের

অমিত শাহের সঙ্গে বৈঠক করতে চলেছেন শুভেন্দু অধিকারী।  

author-image
Aniket
New Update
AMIT SHAH RAJASTHAN.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে বাংলার বঞ্চনার বিরুদ্ধে ধর্না অভিযান চালাচ্ছে তৃণমূল। তবে চুপ করে বসে নেই বিজেপিও। আজই শুভেন্দু অধিকারীকে বৈঠকের জন্য ডাক দিলেন অমিত শাহ। ফলে অনেকেই মনে করছেন শুভেন্দু অমিতের এই বৈঠক তৃণমূলের ধর্নার দাবির ক্ষেত্রে নয়া মোর আনতে পারে। তবে এর উত্তর তো এখন সময়ই দেবে।