পুরীতে শাহী যাত্রায় অংশগ্রহণ করলেন ধর্মেন্দ্র প্রধান ! কি বললেন তিনি ?

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ?

author-image
Debjit Biswas
New Update
fxgchbvjnkm,.

নিজস্ব সংবাদদাতা : আজ পুরীতে শাহী যাত্রায় অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপর তিনি বলেন, “শাহী যাত্রা পুরীর একটি প্রাচীন ঐতিহ্য। আমি সৌভাগ্যবান যে আমাদের ডবল ইঞ্জিন সরকার, আনুষ্ঠানিকভাবে এই যাত্রার দায়িত্ব নিয়েছে পরিচালনার জন্য।''

Dharmendra Pradhans1.jpg

এরপর তিনি আরও বলেন,''আগামী দিনে পুরীর এই খ্যাতনামা যাত্রাকে আরও বড় আকারে করা হবে। এখানকার সংস্কৃতিকে তুলে ধরার জন্য ব্যাপক কাজ হবে।”