ভারত হিন্দু রাষ্ট্র, হুমায়ুন কবীরের পদক্ষেপ দেশ বিরোধী ! 'বাবরি মসজিদ' ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে কড়া মন্তব্য করলেন বিজেপি সাংসদ ধর্মশীলা গুপ্তা

কি কড়া মন্তব্য করলেন বিজেপি সাংসদ ধর্মশীলা গুপ্তা ?

author-image
Debjit Biswas
New Update
humayun kabir aas

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল কংগ্রেস (TMC) থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর কর্তৃক 'বাবরি মসজিদ'-এর নামে ভিত্তিপ্রস্তর স্থাপন করার ঘটনাকে 'জাতীয় স্বার্থের বিরোধী' বলে তীব্র নিন্দা করলেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ ধর্মশীলা গুপ্তা। তিনি এই ঘটনার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া সমালোচনা করেন এবং ভারতকে 'হিন্দু রাষ্ট্র' বলে দাবি করেন।

ধর্মশীলা গুপ্তা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তিনি বলেন, রাজ্যে তৃণমূলের নির্দেশে রাজনৈতিক দুর্বৃত্তরা সক্রিয় রয়েছে।

mamata

তিনি বলেন,"পশ্চিমবঙ্গে মমতা দিদির নির্দেশে রাজনৈতিক গুন্ডারা কাজ করে, যারা সমাজের প্রান্তিক বিভাগকে নিশানা করে, মানুষকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে এবং এমনকি মহিলাদের বিরুদ্ধেও অপরাধ করে। হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পূর্ণরূপে জাতীয় স্বার্থের বিরুদ্ধে। আমাদের ভারত হলো সনাতন সংস্কৃতি এবং সভ্যতার একটি হিন্দু রাষ্ট্র।"