লোকসভার নিরাপত্তা লঙ্ঘন, ফাঁসি চাইলেন অভিযুক্তের বাবা

২০০১ সালের পার্লামেন্ট হামলার বর্ষপূর্তিতে বুধবার দু'জন লোক লোকসভায় প্রবেশ করে হলুদ রঙের ধোঁয়া নির্গত ক্যানিস্টার খুলে দেয়।

author-image
SWETA MITRA
New Update
77 loksa bha.jpg

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভায় (Lok Sabha) নিরাপত্তালঙ্ঘনের ঘটনায় নয়া মোড়। এবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন লোকসভায় নিরাপত্তা ভঙ্গকারী মনোরঞ্জনের বাবা দেবরাজ। তিনি বলেন, "এটা ভুল, কারও এরকম কিছু করা উচিত নয়। আমার ছেলে যদি ভালো কিছু করে থাকে, অবশ্যই আমি তাকে সমর্থন করবো, কিন্তু সে যদি কিছু ভুল করে থাকে তবে আমি তার তীব্র নিন্দা জানাই। যদি সে সমাজের জন্য কিছু ভুল করে থাকে তবে তাকে ফাঁসি দেওয়া হোক।“