মাঘী পূর্ণিমা উপলক্ষে ভক্তদের ভিড়! নিরাপত্তার ঘেরাটোপ মহাকুম্ভে

মাঘী পূর্ণিমার (Magh Purnima) উপলক্ষে পবিত্র স্নানের জন্য সঙ্গমে ভিড় ভক্তদের। ভোররাত থেকেই পুণ্যার্থীদের ঢল মহাকুম্ভে (Maha Kumbh 2025)। কী বলছেন মেলার অতিরিক্ত আধিকারিক?

author-image
Jaita Chowdhury
New Update
maha kumbh 1

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মাঘী পূর্ণিমার (Magh Purnima) উপলক্ষে পবিত্র স্নানের জন্য সঙ্গমে ভিড় ভক্তদের। ভোররাত থেকেই পুণ্যার্থীদের ঢল মহাকুম্ভে (Maha Kumbh 2025)। মেলার অতিরিক্ত আধিকারিক বিবেক চতুর্বেদী বলেন, "আজ মাঘী পূর্ণিমার স্নান। এবার মেলায় এসেছে অপ্রত্যাশিত ভিড়। স্নান চলছে। বিপুল সংখ্যক ভক্তের সমাগম হচ্ছে এখানে। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে... আগামীকাল সারাদিন এই স্নান চলবে।'' আরও জানা গিয়েছে, যে কোনওরকম দুর্ঘটনা এড়াতে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।