BREAKING: ধর্মান্তর নিয়ে কড়া অবস্থানে মহারাষ্ট্র সরকার ! জোর করে ধর্মান্তর করলেই কড়া পদক্ষেপের আশ্বাস দিলেন ফড়নবীশ

কি বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ?

author-image
Debjit Biswas
New Update
Devendra_Fadnavis_on_BJP_seats_maharashtra_1716821177507_1716821177821.webp

নিজস্ব সংবাদদাতা : এবার জোরপূর্বক ধর্মান্তরের ঘটনা ঘটলেই কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এই বিষয়ে মহারাষ্ট্র বিধান পরিষদে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, "জোরপূর্বক বা প্রতারণামূলক কোনও ধর্মান্তরের ঘটনা ঘটলে, তা সংবিধান ও আইনের পরিপন্থী।" এই বক্তব্যের মাধ্যমেই তিনি স্পষ্ট করেন যে, "লোভ দেখিয়ে, প্রলোভন দিয়ে বা জোর করে ধর্মান্তর করা কখনই  আইনসঙ্গত নয়। দেশের গরিব মানুষদের ধর্মান্তরিত করা হচ্ছে এটাই কঠিন বাস্তব।" তিনি বলেন,''সব প্রতিষ্ঠানকে ধর্মান্তর করার অভিযোগে একযোগে সন্দেহ করা যাবে না। তবে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতিমধ্যেই কোনও ব্যক্তিকে ধর্মান্তর করার অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'' উল্লেখ্য,সম্প্রতি মহারাষ্ট্রসহ দেশের নানা প্রান্তেই জোরপূর্বক ধর্মান্তর করা নিয়ে নানান বিতর্ক এবং মামলার সংখ্যা বেড়েছে। এমনও কিছু ঘটনা সামনে এসেছে, যেখানে নারী ও শিশুদের জোর করে বা প্রতারণা করে ধর্মান্তরিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

22conversion_6299eca9d7bad.jpg