BREAKING: ইন্দ্রায়নী নদীতে ভেঙে পড়লো সেতু ! বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Devendra_Fadnavis_on_BJP_seats_maharashtra_1716821177507_1716821177821.webp

নিজস্ব সংবাদদাতা : আজ ইন্দ্রায়নী নদীর উপর সেতু ভেঙে পড়ার ঘটনায়, এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এবার এই বিষয়ে মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। আজ এক টুইট বার্তায় তিনি জানান, “প্রাথমিক তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় দু’জন মারা গেছেন। কিছু মানুষ স্রোতে ভেসে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, তাদের খোঁজে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চলছে।” এছাড়াও তিনি জানান, ''ইতিমধ্যে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এনডিআরএফ (NDRF) মোতায়েন করা হয়েছে এবং সব সংস্থাকেই  সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।''

Devendra Fadnavis vc.jpg