জঙ্গলরাজের প্রত্যাবর্তন কেউ চাইবে না ! বিহার নির্বাচন নিয়ে আশাবাদী দেবেন্দ্র ফড়নবীশ

কি বললেন দেবেন্দ্র ফড়নবীশ ?

author-image
Debjit Biswas
New Update
Devendra_Fadnavis_on_BJP_seats_maharashtra_1716821177507_1716821177821.webp

নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচন নিয়ে যথেষ্ট আশাবাদী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। আজ নিজেই সে কথা ব্যক্ত করলেন তিনি। তিনি বলেন,''বিহারের জনগণ খুব জ্ঞানী, বুদ্ধিমান এবং সতর্ক। এখানকার মানুষ মোদি-নীতিশ অংশীদারিত্বের মাধ্যমে আনা নানান উন্নয়ন দেখেছে। জনগণ জানে যে বিহারের ভবিষ্যৎ এই নেতাদের হাতেই সুরক্ষিত।''

h

এরপর তিনি বলেন,''বিহারের মানুষ তেজস্বী এবং তার দলের ইতিহাস জানে, তাই বিহারে 'জঙ্গল রাজ'-এর প্রত্যাবর্তন কেউ চাইবে না।"