BREAKING: বদলে যাবে মহারাষ্ট্রের চেহারা ! জওহরলাল নেহরু পোর্ট অথরিটির (JNPA) চেয়েও তিন গুণ বড় বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার মহারাষ্ট্রের বধবন বন্দরের নির্মাণ প্রক্রিয়া নিয়ে এক বড় মন্তব্য করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি বলেন,''আমরা আমাদের রাজ্যে বধবন বন্দর নির্মাণ করছি, যা দেশের বর্তমান সবচেয়ে বড় বন্দর জওহরলাল নেহরু পোর্ট অথরিটির (JNPA) চেয়েও তিন গুণ বড় হবে। বর্তমানে জওহরলাল নেহরু পোর্ট অথরিটি (JNPA) আমাদের দেশের ৬০% কনটেইনার পরিবহন সামলায়। প্রধানমন্ত্রী বধবন বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পের ফলে মহারাষ্ট্র ধীরে ধীরে দেশের শিল্প ও লজিস্টিক্স হাব হিসেবে উঠে আসবে।"

Devendra Fadnavis vc.jpg