ওড়িশায় ফের রেল বিপর্যয়! চালকের বুদ্ধিতেই এড়াল বড়সড় দুর্ঘটনা, রক্ষা যাত্রীদের

বৃহস্পতিবার লাইনচ্যুত হয়ে গেল শালিমার-সম্বলপুর এক্সপ্রেস। চালকের বুদ্ধিতে এড়ানো গেল বড় দুর্ঘটনা।

author-image
Tamalika Chakraborty
New Update
shalimar express

নিজস্ব সংবাদদাতা: আবারও ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল ওড়িশা। বৃহস্পতিবার সকালে লাইনচ্যুত হয়ে গেল শালিমার-সম্বলপুর এক্সপ্রেস। যদিও বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী।

রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। শালিমার থেকে সম্বলপুরের দিকে যাচ্ছিল এক্সপ্রেস ট্রেনটি। সম্বলপুর স্টেশনে ঢোকার আগেই আচমকাই ট্রেনের একটি জেনারেল কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। কামরাটি রেললাইন থেকে ছিটকে যাওয়ার সঙ্গে সঙ্গেই চালক তা বুঝতে পেরে দ্রুত ট্রেন থামিয়ে দেন।

রেল আধিকারিকরা জানিয়েছেন, ট্রেনের গতি তখন তুলনামূলকভাবে কম ছিল, তাই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেনারেল কামরার যাত্রীরা প্রাণপণে জানলা ও দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। পরে, রেল কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সুরক্ষিতভাবে ট্রেন থেকে নামিয়ে নিয়ে যায় এবং তাঁদের সম্বলপুর স্টেশনে পৌঁছে দেয়।

derailed

দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা ট্রেনে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেল ও পুলিশের শীর্ষ আধিকারিকরা। কী কারণে এই লাইনচ্যুতি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থল ঘিরে শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি, দুর্ঘটনার জেরে আপাতত সম্বলপুর শাখায় ট্রেন চলাচল আংশিকভাবে বিঘ্নিত হয়েছে।

এই ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে। সামান্য গাফিলতিতে বড়সড় বিপর্যয় ঘটতে পারত—এই আশঙ্কা নিয়েই শিউরে উঠছেন রেলযাত্রীরা।