মাওবাদী এলাকা, জিতবে কংগ্রেস, দাঁড়িয়ে দেখবে বিজেপি! ভোটের ফল জানিয়ে দিলেন নেতা

ছত্তিশগড় বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বিরাট মন্তব্য করলেন উপমুখ্যমন্ত্রী টিএস সিংদেও।

author-image
Aniruddha Chakraborty
New Update
;ল্কম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড় বিধানসভা নির্বাচন প্রসঙ্গে উপমুখ্যমন্ত্রী টিএস সিংদেও বলেন, "তারা (মাওবাদীরা) বিজাপুরে রয়েছে, কংগ্রেস জিতবে। নারায়ণপুর শক্ত, সুকমা, কংগ্রেস জিতবে, দান্তেওয়াড়ায় লড়াই হবে। এগুলো একমাত্র নকশাল এলাকা। গতবার বিজেপি জিতেছিল মাত্র ৪টি আসন। কংগ্রেস অন্তত দুই-তৃতীয়াংশ আসন জিতবে। কেউ কেউ চাইতে পারেন আমি মুখ্যমন্ত্রী হই। এটা স্পষ্ট যে বর্তমান মুখ্যমন্ত্রীর নাম অগ্রাধিকার পাবে যদি তিনি জয়ী হন। দল যদি সেখান থেকে এগিয়ে যায়, তাহলে আমাদের মতো সিনিয়রদেরও বিবেচনা করা হবে।" 

hire