মুখ্যমন্ত্রীই থাকছেন নীতিশ কুমার? কে নেবে সিদ্ধান্ত?

এই নেতা দিলেন বিশেষ ইঙ্গিত।

author-image
Anusmita Bhattacharya
New Update
NITISH KUMARD.jpg

নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিভংশ নারায়ণ সিং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের স্বাস্থ্যের বিষয়ে এক সাক্ষাৎকারে করলেন বিশেষ মন্তব্য। তিনি বলেন, 'স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো পরিস্থিতিতে, নীতিশ কুমার যা বলেছেন  আজ তাতে তিনি আগের থেকে ঠিক এমনটাই মনে হয়'। এছাড়া তিনি যোগ করেন, 'আজকে যেসব নতুন মানুষের ভিশন আপনি দেখছেন, নীতিশ কুমার কখনও কারো দ্বারা পরিহাসিত হতে পারেন না। কোনো মানুষই ২০ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও নিখুঁত থাকতে পারে না। পুরো দেশের জন্য বিস্ময়ের বিষয় কি না যে নীতিশের ব্যক্তিগত ভাবমূর্তি কেমন... স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়েই, নীতিশ কুমারের যা বলা হয়, তা আজও যথেষ্ট সুন্দর মনে হয়'।

অতিরিক্তভাবে, নীতিশ কুমার সিএম হিসাবে চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, 'জোটের নেতারা এ নিয়ে সিদ্ধান্ত নেবেন। তার স্বাস্থ্য থেকে শুরু করে তাঁর সক্রিয়তা এবং ভিশন পর্যন্ত, তিনি যে দায়িত্ব পাবেন তা তিনি যথাযথভাবে নেবেন'।

nitish kumaaa.jpg