/anm-bengali/media/media_files/rNmDutLsOTNUIXIhQ8H1.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লির আলিপুর থেকে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ৩৪ বছরের সোনিয়া ও তার ২৮ বছর বয়সী প্রেমিক রোহিত। অভিযোগ, তাঁরা মিলে ঠান্ডা মাথায় খুন করেন সোনিয়ার স্বামী প্রীতম প্রকাশকে। হত্যার পরে তার দেহ গোপনে ফেলে দেওয়া হয় হরিয়ানার সোনিপতের একটি নর্দমায়। ঘটনাটি সামনে আসতেই আলোড়ন ছড়িয়েছে রাজধানীজুড়ে।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (ক্রাইম) হর্ষ ইন্দোরা জানিয়েছেন, নিহত প্রীতম প্রকাশ একজন কুখ্যাত অপরাধী ছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন, এনডিপিএস আইন ও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় ১০টিরও বেশি মামলা ছিল। আদালত তাঁকে ইতিমধ্যেই ‘প্রোক্লেমড অফেন্ডার’ হিসেবে ঘোষণা করেছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ জুলাই প্রীতম স্ত্রী সোনিয়াকে তার বোনের বাড়ি, হরিয়ানার গন্নৌর থেকে আনতে যান। সেদিন তাঁদের মধ্যে ঝগড়া হয়। প্রীতম রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেও পরে ফিরে এসে স্ত্রীকে অনুনয়-বিনয় করেন এবং বাড়িতে থাকতে দেন সোনিয়া। সেই রাতেই ষড়যন্ত্র শুরু হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
সোনিয়া নিজের বোনের ভাসুর বিজয়কে ৫০ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রস্তাব দেন প্রীতমকে খুন করার জন্য। এরপরই প্রেমিক রোহিত ও বিজয়ের সহায়তায় পরিকল্পনা করে খুন করা হয় প্রীতমকে। বিজয় এখনও পলাতক।
পুলিশ ইতিমধ্যেই সোনিয়া ও রোহিতকে গ্রেপ্তার করেছে এবং পলাতক বিজয়ের খোঁজে তল্লাশি চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us