পক্ষপাতিত্বের অভিযোগে মামলা হস্তান্তরের আবেদন করলেন রাবড়ি দেবী ! CBI-কে জবাব দিতে বলল রাউস অ্যাভিনিউ আদালত

কি বলল রাউস অ্যাভিনিউ আদালত ?

author-image
Debjit Biswas
New Update
CBI pic.jpg

নিজস্ব সংবাদদাতা : আইআরসিটিসি (IRCTC) হোটেল দুর্নীতি মামলা এবং 'চাকরির বিনিময়ে জমি' (Land for Job) সংক্রান্ত সিবিআই (CBI) মামলা দুটি অন্য বিচারকের কাছে হস্তান্তরের (Transfer) জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন জমা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। এই আবেদনের ভিত্তিতে আদালত আজ সিবিআইকে (CBI) জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে।

rabri

সূত্র মারফত জানা গেছে, রাবড়ি দেবী তাঁর আবেদনে বর্তমান বিশেষ বিচারক বিশাল গগনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। তাঁর দাবি, এই বিচারক প্রসিকিউশনের (সিবিআই) প্রতি অযাচিতভাবে সহানুভূতিশীল এবং পূর্বপরিকল্পিত মানসিকতা নিয়ে মামলার শুনানি পরিচালনা করছেন, ফলে তিনি নিরপেক্ষ বিচার পাবেন না বলে আশঙ্কা করছেন। তাই এই মামলাগুলি অন্য কোনও উপযুক্ত বিচারকের এজলাসে স্থানান্তরিত করার দাবি করছেন তিনি। আদালত সিবিআই (CBI)-কে এই আবেদনের বিষয়ে তাদের জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং মামলার পরবর্তী শুনানির তারিখ ৬ ডিসেম্বর ধার্য করেছে।