/anm-bengali/media/media_files/2025/06/04/uuVM69kRkO9H3ll2vR2J.webp)
নিজস্ব সংবাদদাতা: রেল পরিষেবা দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে দেশজুড়ে একাধিক স্টেশনে ব্যাপক উন্নয়ন কাজ চলছে—এমনই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর ঘোষণা ঘিরে সবচেয়ে বেশি নজর কাড়ছে দিল্লির শাহদরা স্টেশন। রেলমন্ত্রীর কথায়, শাহদরা স্টেশনকে সম্পূর্ণ আধুনিক টার্মিনাল হিসেবে গড়ে তোলা হচ্ছে, ঠিক যেমন এখনকার আনন্দ বিহার টার্মিনাল। নতুন টার্মিনাল তৈরি হলে দিল্লির যাত্রীচাপ অনেকটাই কমবে এবং উত্তর ভারতের গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র হয়ে উঠবে শাহদরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/PdmUncZphmAtcWT2zJmT.jpg)
মন্ত্রী জানান, ইতিমধ্যেই নতুন টার্মিনালের মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। সেই কাজ সম্পূর্ণ হলে পুরো স্টেশন এলাকাকে নতুন রূপ দেওয়া হবে—বর্ধিত প্ল্যাটফর্ম, যাত্রী সুবিধা, আধুনিক লাউঞ্জ, যাত্রী সুরক্ষা ব্যবস্থা এবং দ্রুত ট্রেন চলাচলের মতো সুবিধা যুক্ত হবে। তাঁর দাবি, দেশের রেলব্যবস্থাকে দ্রুত গতিতে এগিয়ে নিতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেন্দ্র চায় রেল পরিষেবা শুধু আধুনিক হোক তা নয়, সময় বাঁচানো ও যাত্রী সংখ্যা বহুগুণ বাড়ানোর মতো কাঠামো তৈরি হোক। শাহদরা টার্মিনাল প্রকল্প সেই বৃহত্তর লক্ষ্যেরই অংশ।
#WATCH | Delhi | Railway Minister Ashwini Vaishnaw says, "To double railway capacity, work is being carried out at many stations. The Delhi-Shahdara station is being developed into a full-fledged terminal, similar to the Anand Vihar terminal. It is set to become a major terminal,… pic.twitter.com/N5O6nNPEbB
— ANI (@ANI) November 24, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us