“শুধুই দেখনদারি বৈঠক!” দিল্লির বিষাক্ত হাওয়া নিয়ে কেন্দ্রকে তোপ ভরদ্বাজের

দিল্লির ভয়াবহ pollution–এর মাঝে কেন্দ্রীয় বৈঠককে ‘খালি আনুষ্ঠানিকতা’ বলে কড়া সমালোচনা করলেন আপ নেতা সোরভ ভরদ্বাজ। স্টাবল বার্নিং থামাতে ভর্তুকির দাবি, দূষণ কমানো রাজ্যকে কর ভাগ দেওয়ার প্রস্তাবও রাখলেন তিনি।

author-image
Tamalika Chakraborty
New Update
sourabh bharadwaj.JPG

নিজস্ব সংবাদদাতা:  দিল্লি জুড়ে যখন শ্বাসকষ্ট, ধোঁয়ায় ঢেকে থাকা সকাল আর রাস্তায় নেমে ক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ, ঠিক সেই সময় কেন্দ্রীয় সরকারের বৈঠককে ‘নিতান্তই আনুষ্ঠানিকতা’ বলে সমালোচনা করলেন দিল্লির আপ সভাপতি সৌরভ ভরদ্বাজ। তাঁর অভিযোগ, রাজধানী সংকটে থাকলেও কেন্দ্র শুধু দেখনদারি বৈঠক তুলে ধরছে, বাস্তবিক কোনও পদক্ষেপই নিচ্ছে না।

aaa

সৌরভ ভরদ্বাজ বলেন, দিল্লির মানুষ বিপর্যস্ত, রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, অথচ কেন্দ্রীয় সরকার আবারও শুধু নামকাওয়াস্তে বৈঠক সেরে ফেলল। তিনি প্রশ্ন তোলেন—যে ফসলের গোড়া পোড়ানো (স্টাবল বার্নিং) দূষণের বড় কারণ, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে কৃষকদের ভর্তুকি কেন দেওয়া হচ্ছে না? যদি কেন্দ্র সত্যিই দূষণ কমাতে চায়, তবে স্পষ্ট মাইলস্টোন ঠিক করা হোক। কোন রাজ্য কতটা দূষণ কমাতে পারছে তার ভিত্তিতে কেন্দ্রীয় করের অংশ দেওয়া হোক।

তিনি আরও সতর্ক করেন, এখনই কঠোর ব্যবস্থা না নিলে উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান—তিন রাজ্যেই স্টাবল বার্নিং চলতেই থাকবে এবং দিল্লির দূষণ আরও ভয়ঙ্কর হবে।

রাজধানীর দূষণ নিয়ে কেন্দ্র–দিল্লি সরকারের এই টানাপোড়েনের মধ্যেই সাধারণ মানুষের একটাই প্রশ্ন—কবে মিলবে স্বস্তির বাতাস?