দিল্লির ভয়ংকর দূষণে জরুরি নির্দেশ! অফিসে মাত্র ৫০% কর্মী, বাকিদের করতে হবে বাড়ি থেকে কাজ

দিল্লির ভয়াবহ বায়ুদূষণে CAQM কার্যকর করল GRAP Stage 3। সরকারি ও বেসরকারি অফিসে মাত্র ৫০% কর্মী উপস্থিত থাকতে পারবেন, বাকিরা কাজ করবেন বাড়ি থেকে। দূষণ নিয়ন্ত্রণে নেওয়া হল কঠোর পদক্ষেপ।

author-image
Tamalika Chakraborty
New Update
delhi pollution a

নিজস্ব সংবাদদাতা: দিল্লির বায়ুদূষণ যখন ভয়াবহ মাত্রায় পৌঁছে গিয়েছে, তখন পরিবেশ মান নিয়ন্ত্রণ কমিশন (CAQM) GRAP Stage 3 কার্যকর করেছে। এর ফলে রাজধানীর সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে কর্মীদের মাত্র ৫০ শতাংশ অন–সাইট কাজ করতে পারবেন। বাকিদের বাধ্যতামূলকভাবে বাড়ি থেকে কাজ করতে হবে। দূষণের মাত্রা কমাতে যানবাহনের ব্যবহার কমানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন। বিশেষজ্ঞদের দাবি, দিল্লির বিষাক্ত বাতাসে জনস্বাস্থ্যের অবস্থা আরও খারাপ হতে পারে। সেই কারণে অবিলম্বে জনসমাগম নিয়ন্ত্রণ ও ট্রাফিক কমানোই এখন সরকারের প্রধান লক্ষ্য।

aaa