New Update
/anm-bengali/media/media_files/2025/11/09/delhi-pollution-a-2025-11-09-21-26-31.png)
নিজস্ব সংবাদদাতা: দিল্লির বায়ুদূষণ যখন ভয়াবহ মাত্রায় পৌঁছে গিয়েছে, তখন পরিবেশ মান নিয়ন্ত্রণ কমিশন (CAQM) GRAP Stage 3 কার্যকর করেছে। এর ফলে রাজধানীর সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে কর্মীদের মাত্র ৫০ শতাংশ অন–সাইট কাজ করতে পারবেন। বাকিদের বাধ্যতামূলকভাবে বাড়ি থেকে কাজ করতে হবে। দূষণের মাত্রা কমাতে যানবাহনের ব্যবহার কমানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন। বিশেষজ্ঞদের দাবি, দিল্লির বিষাক্ত বাতাসে জনস্বাস্থ্যের অবস্থা আরও খারাপ হতে পারে। সেই কারণে অবিলম্বে জনসমাগম নিয়ন্ত্রণ ও ট্রাফিক কমানোই এখন সরকারের প্রধান লক্ষ্য।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/4GF9agUf3KRdKCcQJluV.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us