শ্রী গুরু তেগ বাহাদুর জির ৩৫০তম শহিদি বার্ষিকী অনুষ্ঠানে দিল্লি মন্ত্রী কাপিল মিশ্রের বক্তব্য

“লক্ষাধিক মানুষের সমাগম—এই আয়োজন করতে পারা সৌভাগ্যের”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-25 10.16.27 PM

নিজস্ব সংবাদদাতা: শ্রী গুরু তেগ বাহাদুর জির ৩৫০তম শহিদি বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিল্লির মন্ত্রী কপিল মিশ্র জানান যে অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন, এবং রাষ্ট্রপতিও স্বশরীরে অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, “এই ঐতিহাসিক আয়োজন করার সুযোগ পাওয়া আমাদের সৌভাগ্য। আমি সবাইকে অভিনন্দন জানাই।”