কয়েকমাস ধরে পিছু ধাওয়া, তারপরেই তরুণীর ওপর অ্যাসিড হামলা! শিউরে উঠলেন রাজ্যবাসী

দিল্লির এক তরুণীকে অ্যাসিড হামলা চালায় কয়েকজন যুবক।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: দিল্লির আশোক বিহার এলাকায় এক ভয়ঙ্কর অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। ২০ বছর বয়সী দিল্লি ইউনিভার্সিটির এক ছাত্রী লাক্ষ্মীবাই কলেজে অতিরিক্ত ক্লাস করতে যাওয়ার পথে হামলার শিকার হন। অভিযোগ, মূল অভিযুক্ত জিতেন্দ্র দীর্ঘ কয়েক মাস ধরে তাকে স্টক করছিল। তিনি তার দুই সহযোগী, ইশান ও আর্মানের সঙ্গে মিলিত হয়ে ছাত্রীটির ওপর অ্যাসিড নিক্ষেপ করেন।

acid attack

ছাত্রী তার মুখ ঢেকে রক্ষা করতে সক্ষম হলেও, তার হাতগুলো ভয়ঙ্করভাবে পুড়ে যায়। এই ঘটনায় আবারও জাতীয় রাজধানীতে নারীর নিরাপত্তা ও স্টকিং সমস্যার গুরুত্ব সামনে এসেছে।

দিল্লি পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।