নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান বলেছেন, “যাঁরা অভিন্ন লোভের জন্য জোট বেঁধেছেন। তাদের নীতি, নেতৃত্ব, মতাদর্শ, দিকনির্দেশনা কোনো কিছুই এক নয়। নিজেদের জেলে যাওয়া ঠেকাতে তারা এই জোট গঠন করেছে। কেজরিওয়াল দুর্নীতির প্রাচীরে পরিণত হয়েছেন এবং তিনি কারাগারের ভিতরে তার মানসিক স্থিরতা হারিয়েছেন এবং কিছু বলতে থাকেন। দেশের মানুষ সত্যিটা জানে এবং তারা গোটা দেশ থেকে ইন্ডিয়া জোটকে নির্মূল করতে চলেছে।”
/anm-bengali/media/media_files/4W0euCjlvpmuEkSWVWRp.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)