যমুনার তীরে ফের ছটের ধুম! দিল্লিতে মহা আয়োজনের ঘোষণা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার

দিল্লিতে ছট পুজো নিয়ে বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

author-image
Tamalika Chakraborty
New Update
rekhag

নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, “এই বছর রাজধানী দিল্লিতে ছট উৎসব অত্যন্ত জাঁকজমক ও মহিমান্বিতভাবে পালিত হচ্ছে। শহরের প্রতিটি প্রান্তে প্রস্তুতি চলছে পুরোদমে। সরকার তার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছে, যাতে কোনো ভক্তকেই কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “সবচেয়ে আনন্দের বিষয় হলো, বহু বছর পর এই উৎসব যমুনা নদীর তীরে অনুষ্ঠিত হচ্ছে। এটা দিল্লিবাসীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।” মুখ্যমন্ত্রীর দাবি, রাজধানীর বিভিন্ন ঘাটে আলোকসজ্জা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও ভক্তদের জন্য সুবিধাজনক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে বিশেষ কন্ট্রোল রুম, মেডিক্যাল টিম, টহলদার বাহিনী ও স্যানিটেশন কর্মীরা টানা কাজ করছেন যাতে ছটপূজার সময় কোনো সমস্যা না হয়।

c

রেখা গুপ্তা বলেন, “ছট শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও আস্থার প্রতীক। দিল্লিতে যে ঐক্য ও ভক্তির আবহ তৈরি হয়েছে, তা আমাদের শহরকে আরও গর্বিত করে তুলেছে।”

রাজধানীর একাধিক এলাকা যেমন কালিন্দি কুঞ্জ, মজনু কা টিলা, ওয়াজিরাবাদ ও ময়ূর বিহার অঞ্চলে ইতিমধ্যেই হাজার হাজার ভক্তের ভিড় জমেছে। সন্ধ্যা থেকেই সূর্যদেবতাকে অর্ঘ্য দিতে নারী-পুরুষেরা যমুনার ঘাটে আসছেন। প্রশাসন জানিয়েছে, এবারের ছটপূজায় নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য তিন হাজারেরও বেশি কর্মী নিয়োজিত রয়েছেন।