ন্যায় যাত্রা কংগ্রেসের ‘অন্তিম যাত্রা’, তীব্র আক্রমণ বিজেপির

কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বড় মন্তব্য করেছেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।

author-image
Probha Rani Das
New Update
sheezaad poonawala.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, “রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের পারিবারিক জিপ এখন পাংচার হয়ে গেছে। ইন্ডিয়া জোটের শরিকরা যেভাবে এই পারিবারিক জিপ ছেড়ে চলে গিয়েছেন, তাতে ন্যায় যাত্রার চেয়ে 'বাই বাই যাত্রা'র মতোই মনে হচ্ছে। এই (ইন্ডি জোট) কেবল ততটুকু সমর্থন পাবে যারা পারিবারিক জিপে চলে যাবে কারণ কোনও ভিশন বা মিশন নেই তবে কেবল কমিশন, দুর্নীতি এবং পারিবারিক পেশা বিদ্যমানকংগ্রেস ও ইন্ডিয়া জোটের 'অন্তিম যাত্রা'র থেকে এটা ন্যায় যাত্রা কম বলে মনে হচ্ছে।” 

v

স্ব

স

স