/anm-bengali/media/media_files/2025/05/12/1oDM6VxJAAGHS33M3eka.jpeg)
নিজস্ব সংবাদদাতা: যাত্রীদের উদ্দেশ্যে দিল্লি বিমানবন্দরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, দিল্লি বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। আকাশসীমার পরিস্থিতির ওপর কিছু বিমানের সময়সূচি প্রভাবিত হতে পারে এবং নিরাপত্তা প্রক্রিয়াকরণের সময় দীর্ঘ হতে পারে। যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে - তাঁরা যেন যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন, তাদের প্রতিটি বিজ্ঞপ্তির ওপর নজর রাখেন। হ্যান্ড ব্যাগেজ এবং চেক-ইন লাগেজ নিয়মাবলী অনুসরণ করার জন্য যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। যাত্রীরা যেন সময়ের আগে বিমানবন্দরে হাজির হন, সেই বিষয়েও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সুবিধার জন্য বিমান সংস্থা এবং নিরাপত্তা কর্মীদের সাথে সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে যাত্রীদের। নিজেদের বিমান সংস্থা বা দিল্লি বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফ্লাইটের অবস্থা পরীক্ষা করার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ছাড়া বিমান সংক্রান্ত যে কোনও খবর এড়িয়ে যাওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে।
/anm-bengali/media/media_files/YrVE8u1uwlfOx7ISYnCG.jpg)
Passenger Advisory issued at 23:17 Hours:
— ANI (@ANI) May 11, 2025
Delhi Airport operations continue to remain normal. However, due to evolving airspace conditions and enhanced security measures as directed by the Bureau of Civil Aviation Security, some flight schedules may be impacted and security… pic.twitter.com/XfvWk4Fvx3
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us