Big Update: বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান সাংসদের, জানিয়ে দিলেন কারণ

সামনেই হতে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দিলেন রাজস্থানের বিজেপি সাংসদ রাহুল কাসওয়ান। এই বিষয় নিয়ে বিশেষ মন্তব্য করেছেন তিনি।

author-image
Probha Rani Das
New Update
aqfhgj.jpg

নিজস্ব সংবাদদাতাঃবিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার পর রাহুল কাসওয়ান বলেন, “আমি কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, রাজস্থান কংগ্রেস প্রধান গোবিন্দ সিং দোতাসরা এবং দলের রাজ্য ইনচার্জ সুখজিন্দর সিং রণধাওয়ার কাছে কৃতজ্ঞ।

aqwrwq.jpg

তিনি আরও বলেছেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ কারণ আমি ১০ বছর ধরে মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। উপেক্ষিত হচ্ছে কৃষকদের কণ্ঠস্বর। এমন অনেক বিষয় রয়েছে যার উপর ভিত্তি করে আমি কংগ্রেস পার্টিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 

Add 1

স্ব

স

Addd 3