লখনউয়ে চন্দ্রভানু গুপ্তর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লখনউয়ে চন্দ্রভানু গুপ্তর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-13 12.47.22 PM

নিজস্ব সংবাদদাতা: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ লখনউয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রভানু গুপ্তর আবক্ষ মূর্তির উদ্বোধন করেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজনাথ সিং বলেন, “চন্দ্রভানু গুপ্ত কেবল একজন দক্ষ প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন জনগণের নেতা, যিনি সর্বদা উন্নয়ন ও সামাজিক ন্যায়ের পক্ষে ছিলেন। তাঁর অবদান উত্তরপ্রদেশের ইতিহাসে চিরস্মরণীয়।”

লখনউ শহরের এক গুরুত্বপূর্ণ স্থানে এই মূর্তিটি স্থাপন করা হয়েছে। রাজনাথ সিং চন্দ্রভানু গুপ্তর রাজনৈতিক জীবন ও নীতিকে নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, চন্দ্রভানু গুপ্ত তিনবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এবং রাজ্যের প্রশাসনিক কাঠামোকে মজবুত করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। অনুষ্ঠানে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী, প্রশাসনিক কর্মকর্তা ও চন্দ্রভানু গুপ্তর পরিবারবর্গও উপস্থিত ছিলেন।