/anm-bengali/media/media_files/3RLJ68wqNg2siSEi6TKJ.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: লোকসভায় ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) অভিযাত্রা ও সফল প্রত্যাবর্তন নিয়ে বিশেষ আলোচনার সময় বিরোধীদের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
একটি টুইট বার্তায় তিনি লেখেন, “আজ লোকসভায় বিশেষ আলোচনার সময় বিরোধীরা যে ভাবে হট্টগোল সৃষ্টি করে সংসদ চালাতে দেয়নি, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকের দিনে তাদের আচরণ অত্যন্ত হতাশাজনক।”
রাজনাথ সিং আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত মহাকাশ গবেষণায় যে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছাচ্ছে, তা গর্বের বিষয়। বিরোধীরা এই আলোচনায় অংশ নিয়ে গঠনমূলক সমালোচনা বা পরামর্শ দিতে পারত। কিন্তু তারা বাধা সৃষ্টি করে সেই সুযোগ হাতছাড়া করেছে।”
তিনি স্পষ্ট জানান, “মহাকাশের মতো গুরুত্বপূর্ণ বিষয়, যা ২১শ শতকের ভারতের বৈজ্ঞানিক ও কৌশলগত দৃষ্টিভঙ্গির জন্য অপরিহার্য, সেটিকে অন্তত দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত ছিল।”
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিরোধীদের প্রতিবাদ সংসদের পরিবেশে অচলাবস্থা তৈরি করলেও কেন্দ্র সরকারের দাবি—মহাকাশ অভিযানের মতো জাতীয় গুরুত্বের বিষয় নিয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া জরুরি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us