নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির আশা কিরণ শেল্টার হোমে মৃত্যু নিয়ে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, "গত কয়েক মাসে এখানে ২৭ জনের মৃত্যু হয়েছে। আম আদমি পার্টির অবহেলা ও দুর্নীতিই এসব ঘটনার কারণ। এর কারণ মনে হয় নোংরা পানি, ইনফেকশন, যক্ষ্মা ও নিউমোনিয়া- এ ধরনের নানা রিপোর্ট গণমাধ্যমে চলছে। সরকার এই ব্যাপারে কিছু করেনি কেন? অরবিন্দ কেজরিওয়াল এবং অতিশী পদত্যাগ না করা পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। আম আদমি পার্টির উচিত এই বিষয়ে জবাব দেয়া।"