দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ১২ ! বড় আপডেট দিল দিল্লি পুলিশ

কি বড় আপডেট দিল দিল্লি পুলিশ ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার দিল্লি বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে আরও এক বড় তথ্য পেশ করলো দিল্লি পুলিশ। আজ দিল্লি পুলিশ জানিয়েছে যে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জন। আজ সকালেই দিল্লি পুলিশ এই খবর নিশ্চিত করেছে।

delhi red fot blasta

মূলত আহতদের মধ্যে আরও কয়েকজনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দিল্লি পুলিশ আরও জানিয়েছে যে, বিস্ফোরণের কারণ এবং প্রকৃতি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের জন্য ২১টি বায়োলজিক্যাল নমুনা (biological samples) ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (FSL) পাঠানো হয়েছে।