কোথায় গিয়ে থামবে মৃত্যুমিছিল?

সারি সারি লাশ পড়ে রয়েছে। সন্ধে গরিয়ে রাত, রাত গরিয়ে হয়েছে সকাল। তাও থামছে না মৃত্যুমিছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অবধি বালাসোরে ট্রেন দুর্ঘটনায় (Balasore Train Accident) মৃত্যু হয়েছে ২৩৮ জনের। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

author-image
SWETA MITRA
New Update
train.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সারি সারি লাশ পড়ে রয়েছে। সন্ধে গরিয়ে রাত, রাত গরিয়ে হয়েছে সকাল। তাও থামছে না মৃত্যুমিছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অবধি বালাসোরে ট্রেন দুর্ঘটনায় (Balasore Train Accident) মৃত্যু হয়েছে ২৩৮ জনের। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তবে এখনও অবধি অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়ে গিয়েছে। ইতিমধ্যে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। কান্না থামছে না মানুষের। স্বজনহারানোর আর্তনাদে গমগম করছে চারিদিক। গতকাল শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। বেঘোরে প্রাণ গিয়েছে বহু মানুষের। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের দেহের টুকরো। বহু মানুষ জানাচ্ছেন যে তাঁরা চিকিৎসার জন্য বা ঘুরতে চিকিৎসার জন্য রওনা হয়েছিলেন, কিন্তু এরকম ঘটনা যে ঘটবে তা তাঁরা কল্পনাতেও ভাবেননি। এদিকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য।