/anm-bengali/media/media_files/6fBHnLDMC5o45BbTRUDw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শরদ পাওয়ারকে প্রাণনাশের হুমকি। এনসিপি এমপি সুপ্রিয়া সুলে মুম্বই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করলেন।
সূত্রে খবর, এনসিপি প্রেসিডেন্ট শরদ পাওয়ারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সেই জন্য মুম্বই পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন তাঁর মেয়ে তথা এনসিপি এমপি সুপ্রিয়া সুলে।
#WATCH | NCP MP Supriya Sule met Mumbai Police Commissioner earlier today after her father and party's president Sharad Pawar received threatening messages.
— ANI (@ANI) June 9, 2023
(Video: NCP PRO) https://t.co/sO4h12AXISpic.twitter.com/x26n96jxHh
শুক্রবার শরদ পাওয়ারকে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেই খবর পাওয়া মাত্রই দলের অন্যান্য সদস্যদের নিয়ে পুলিশ কমিশনারের অফিসে হাজির হন মেয়ে সুপ্রিয়া সুলে।
সোশ্যাল মিডিয়ায় শরদ পাওয়ারকে উদ্দেশ্য করে লেখা হয়, যে 'দাভোলকরের মতন তাঁকেও হত্যা করা হবে'।অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us