মারাত্মক দুর্ঘটনা! কার্গিল যুদ্ধের বোমা ফেটে মৃত্যু ভারতে

লাদাখে (Ladakh) মারাত্মক দুর্ঘটনা। কার্গিল যুদ্ধে (Kargil War) ব্যবহৃত বোমা বিস্ফোরণের ফলে মৃত্যু হল এক কিশোরের। আহত একাধিক। কুরবাথাংয়ে অ্যাস্ট্রো ফুটবল মাঠে খেলতে গিয়েছিল ওই কিশোররা।

author-image
Pritam Santra
New Update
kargil

নিজস্ব সংবাদদাতাঃ লাদাখে (Ladakh) মারাত্মক দুর্ঘটনা। কার্গিল যুদ্ধে (Kargil War) ব্যবহৃত বোমা বিস্ফোরণের ফলে মৃত্যু হল এক কিশোরের। আহত একাধিক। কুরবাথাংয়ে অ্যাস্ট্রো ফুটবল মাঠে খেলতে গিয়েছিল ওই কিশোররা। তখনই ঘটে বিপত্তি। খেলতে গিয়ে নাকি মাটির নীচে চাপা পড়ে থাকা ওই বোমায় হোঁচট খেলেছিল এক কিশোর। এরপরেই বিস্ফোরণ। লাদাখ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বোমাটি কার্গিল যুদ্ধের সময় কাজে লাগানো হয়েছিল। কিন্তু তখন সেটা ফাটেনি। সেখানেই পড়েছিল এত দিন।