মরদেহ রাখার জায়গার অভাব, স্কুল-হিমঘরেও রাখা মৃতদেহ

ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনার ২ দিন পেরিয়ে গেছে। ২ দিন ধরে ঘটনাস্থলে সার্বক্ষণিক উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা ১০০০-এর বেশি।

author-image
Pritam Santra
New Update
balasore

নিজস্ব সংবাদদাতা: ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনার ২ দিন পেরিয়ে গেছে। ২ দিন ধরে ঘটনাস্থলে সার্বক্ষণিক উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা ১০০০-এর বেশি। হাসপাতালগুলোতে বেওয়ারিশ লাশের স্তূপ রয়েছে। পরিস্থিতি এমন যে, হাসপাতালগুলোর মর্গে কোনো জায়গা অবশিষ্ট নেই। স্কুল ও কোল্ড স্টোরেজকে মর্গে রূপান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরে ওড়িশা সরকার বালাসোরের মর্গে জায়গার অভাবে ১৮৭ টি মৃতদেহ জেলা সদর শহর বালেশ্বর থেকে ভুবনেশ্বরে স্থানান্তরিত করে। তবে, এখানেও জায়গার অভাব মর্গ প্রশাসনের জন্য পরিস্থিতিকে কঠিন করে তুলছে। এর মধ্যে ১১০টি মৃতদেহ ভুবনেশ্বরের এইমস-এ রাখা হয়েছে। বাকিদের মরদেহ ক্যাপিটাল হাসপাতাল, আমরি হাসপাতাল, সাম হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে।