গাছ কেটে বিপদে DDA, শীর্ষ আদালতের জরিমানা

দিল্লির সাউদার্ন রিজে বেআইনি গাছ কাটায় DDA-র বিরুদ্ধে আদালত অবমাননার রায়। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রত্যেক দায়ী আধিকারিককে ২৫ হাজার টাকা জরিমানা।

author-image
Debapriya Sarkar
New Update
Supreme court

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : দিল্লির সাউদার্ন রিজ এলাকায় রাস্তা চওড়া করতে গিয়ে অনুমতি ছাড়াই গাছ কেটেছিল DDA। এই ঘটনায় দিল্লি উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে আদালত অবমাননার রায় দিল সুপ্রিম কোর্ট।

tree

শীর্ষ আদালতের নির্দেশ—যেসব DDA আধিকারিক এই বেআইনি গাছ কাটায় যুক্ত ছিলেন, প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। এর পাশাপাশি, দিল্লিতে নতুন করে সবুজায়নের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। সেই কমিটি একটি পরিকল্পনা তৈরি করবে, যা বাস্তবায়নের দায়িত্ব থাকবে DDA ও দিল্লি সরকারের উপর। আদালত স্পষ্ট বলেছে—জাতীয় রাজধানীর পরিবেশ নিয়ে কোনও আপস করা যাবে না।