রাজ্যে বিজেপির কোর টিমের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক! কি বললেন উপমুখ্যমন্ত্রী?

মহারাষ্ট্রের বিজেপির কোর টিম কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
Devendra_Fadnavis_on_BJP_seats_maharashtra_1716821177507_1716821177821.webp

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্র বিজেপির কোর কমিটির বৈঠকের পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, “আজ মহারাষ্ট্রের কোর টিম কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে। আমরা বিশেষ করে মহারাষ্ট্রে দেখা ফলাফল নিয়ে আলোচনা করেছি।

dc

তিনি আরও বলেছেন, “মহায়ুতি এবং এমভিএর মধ্যে পার্থক্য মাত্র ০.৩% তাই আমরা কোথায় ভোট হারিয়েছি, কোথায় সমস্যার মুখোমুখি হয়েছি এবং সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া দরকার তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এ ছাড়া মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে আমাদের রণনীতির ব্লুপ্রিন্ট নিয়েও আলোচনা হয়েছে। শীঘ্রই আমরা আমাদের এনডিএ শরিকদের সঙ্গে বিধানসভা নির্বাচনের রোডম্যাপ তৈরি করব।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “কোনও পরিবর্তন নেই। মহারাষ্ট্রে মজবুত মহায়ুতি-এনডিএ সরকার আনতে হবে।” 

Add 1