New Update
/anm-bengali/media/media_files/r8spzZEx0keO00usAYdI.jpg)
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে। সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুর দিকে উৎসবের মুখে এই বড় ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। আরো ৮% মহার্ঘ ভাতা পেতে পারেন অসংখ্য কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগী। অক্টোবরে ঘোষণা করলেও তা কার্যকর হবে গত জুলাই মাস থেকে। ফলে উৎসব কাটতে না কাটতেই চার মাসের বকেয়া মহার্ঘ ভাতা পেয়ে যাবেন সকলে। এবার কেন্দ্র মহার্ঘ ভাতা বৃদ্ধি করলে রাজ্যের সঙ্গে মহার্ঘ ভাতার পার্থক্য বেড়ে হবে ৪০ শতাংশ।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us