শক্তি বাড়াচ্ছে ‘সাইক্লোন শক্তি’, মৌসম ভবন দিচ্ছে আপডেট

শনিবারের মধ্যে এটি সাইক্লোনিক ঝড়ের আকার নেবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Cyclone

File Picture

নিজস্ব সংবাদদাতা: নিম্নচাপের পর এবার আরব সাগরে তৈরি হল সাইক্লোন। যদিও আপাতত ভারতের ভূখণ্ডে এর বড় প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছে মৌসম ভবন। শুক্রবার প্রকাশিত আপডেটে জানানো হয়েছে, দ্বারকার প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এই সিস্টেম। শনিবারের মধ্যে এটি সাইক্লোনিক ঝড়ের আকার নেবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে সাইক্লোন। রবিবারের মধ্যে এটি পৌঁছে যাবে আরব সাগরের মাঝ বরাবর অংশে। তবে গুজরাটের উপকূলে আছড়ে পড়ার আগেই এর শক্তি অনেকটাই কমে যাবে বলে অনুমান। ফলে সরাসরি ক্ষতির আশঙ্কা কম থাকলেও প্রবল বৃষ্টি হতে পারে।

cyclonew1.jpg

মৌসম ভবনের পক্ষ থেকে সতর্কবার্তায় জানানো হয়েছে, সপ্তাহান্তে আরব সাগর থাকবে অতি উত্তাল। বিশেষত গুজরাট ও মহারাষ্ট্রের উত্তর উপকূলীয় এলাকায় সমুদ্র অশান্ত থাকবে। পাকিস্তানের উপকূলেও এর প্রভাব পড়বে। তাই মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, উত্তর ভারতের রাজ্যগুলিতে নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রবল বর্ষণ। শুক্রবার সকাল থেকে উত্তর প্রদেশের একাধিক জেলা বৃষ্টিতে কার্যত জলমগ্ন। বারাণসীতে নেমেছে রেকর্ড পরিমাণ ১৮০ মিলিমিটার বৃষ্টি। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে মাপা হয়েছে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত। বিহারেও প্রবল বর্ষণের খবর মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকবে।